আজও হজ ফ্লাইট বাতিল, রাজস্ব হারাচ্ছে বিমান

|

হজ যাত্রায় এখনও কমেনি যাত্রীদের বিড়ম্বনা। আজ সকাল থেকে মুসল্লিদের নিয়ে ছেড়ে গেছে একটি মাত্র ফ্লাইট।

সারাদিনে মুসাল্লিদের নিয়ে পাঁচটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা থাকলেও তার মধ্য থেকে ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল হলো। এসময় অনেক হজযাত্রী অভিযোগ করেন, ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি-সহ বেশ কিছু সমস্যার এখনও কোনো সমাধান করতে পারেনি কর্তৃপক্ষ ।

এদিকে, সকালে এক সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এ এম মোসাদ্দেক জানান, এ পর্যন্ত ফ্লাইট বাতিলের কারণে ৪০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে বিমান। এ ধারা অব্যাহত থাকলে বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হবে বিমান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply