‘ব্লু হোয়েল’ সার্চে বিশ্বে বাংলাদেশ ২য়!

|

‘ব্লু -হোয়েল’ গেম নিয়ে বাংলাদেশে এক ধরনের আতঙ্ক বিরাজমান। সম্প্রতি এক কলেজছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে গেমটির প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় অনেকের। এর মধ্যে একাধিকজনকে গেমটি খেলার কারণে পুলিশ আটক করেছে। তবে গেমটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জানাজানি মাত্র কয়েকদিনের হলেও বাংলাদেশ থেকে ব্লু হোয়েল সার্চ করা হয় বেশ আগে থেকেই। যদিও সাম্প্রতিক সময়ে এর মাত্রা বেড়েছে।

গুগল ট্রেন্ডজ জানাচ্ছে, গত ১২ মাসে গুগলে ‘ব্লু হোয়েল’ সার্চে বাংলাদেশ বিশ্বের ২য় শীর্ষ দেশ! ভারত রয়েছে এ তালিকার এক নম্বরে। আজ ১৫ অক্টোবর গুগল ট্রেন্ডজ’র তথ্য মতে, অঞ্চল হিসেবে ভারতের একটি দ্বীপ মরিশাস সবার ওপরে রয়েছে। এরপরেই বাংলাদেশর অবস্থান। ‘ব্লু হোয়েল’ সার্চে তৃতীয় স্থানে পাকিস্তান। মরিশাস ছাড়া ভারতের অন্যান্য এলাকায় গেমটি সার্চ করা হয় চতুর্থ সর্বোচ্চ। আফ্রিকার দেশ কেনিয়া রয়েছে পঞ্চম স্থানে।

শহর হিসাবে ভারতের কলকাতা আর বাংলাদেশের চট্টগ্রাম শীর্ষে ছিল রোববার বিকাল পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply