লেবাননে নেতিবাচকভাবে কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না সিরিয়া বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল-সারা জোলানি। এ ছাড়া লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) দেশটির দ্রুজ সম্প্রদায়ের নেতা ওয়ালিদ এবং তৈমুর জুম্বালতের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। সিরিয়া লেবাননের বিষয়ে ‘নেতিবাচকভাবে’ হস্তক্ষেপ করবে না।
জোলানি বলেছেন, সিরিয়া তার দক্ষিণ প্রতিবেশীর সার্বভৌমত্বের পাশাপাশি সেই অঞ্চলগুলির ঐক্য ও সিদ্ধান্তের স্বাধীনতা এবং এর নিরাপত্তা স্থিতিশীলতাকে সম্মান করবে।
সিরিয়া এবং লেবাননের বিষয়গুলো কয়েক দশক ধরে ব্যাপকভাবে জড়িত। বিশেষকরে, ১৯৭৬ ও ২০০৫ সালের মধ্যে সিরিয়ার বাহিনী উত্তর লেবাননের বেশিরভাগ অংশ দখল করেছিলো।
চলতি মাসের শুরুতে, জোলানির নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বাশার আল-আসাদের পতন ঘটায়। মূলত, আসাদ ছিলেন শিয়া মুসলিম আলওয়াইতে সম্প্রদায়ের মানুষ।
তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশটির সরকারে আলওয়াইতে সম্প্রদায়ের মানুষ বড় পদগুলোতে আসীন ছিলেন। আসাদের পতনের পর তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, সুন্নি মুসলিমদের নিয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী তাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলে বাস করেন তারা। যদিও সিরিয়ার ক্ষমতা নেওয়ার পরই বিদ্রোহী নেতা জোলানি জানান, সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের ওপর তারা হামলা চালাবেন না।
/এআই
Leave a reply