আখাউড়া করেসপনডেন্ট:
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আগরতলা রেল পুলিশ, আরপিএফ এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) ত্রিপুরার গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতা হলেন, ছোটন দাস (১৯), বিষ্ণুচন্দ্র দাস (২০) এবং মুহাম্মদ মালিক (৩০)। তাদের মধ্যে দু’জনে বাড়ি নোয়াখালি হলেও অপরজন হবিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ সূত্র জানায়, প্রথমে ওই তিনজনের সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বৈধ নথিপত্র ছাড়া বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। আগরতলা হয়ে ট্রেনে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
/এটিএম
Leave a reply