হাইতিতে বন্দুকধারীদের হামলায় ৩ জন নিহত

|

হাইতির একটি হাসপাতালে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।  স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পোর্ট অব প্রিন্সে অবস্থিত জেনারেল হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বৃহত্তম সরকারি হাসপাতাল পুনরায় চালু করার ঘোষণা দেয়ার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সে সময়ই মেডিকেল স্টাফ, পুলিশ এবং সাংবাদিকদের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা গেছে হাসপাতাল ভবনের ভেতরে অনেকেই আহত বা মৃত অবস্থায় পড়ে আছেন। ওই এলাকা দীর্ঘদিন ধরেই সহিংস গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কিন্তু গত জুলাই মাসে হাইতি সরকার এটি পুনরুদ্ধার করে। 

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply