৯ ডিসেম্বরের মধ্যে দল বা জোটের একক প্রার্থী জানাতে ইসির চিঠি

|

একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছে সেখানে একক প্রার্থী চূড়ান্ত করে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেছেন নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যেই নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে পাঠিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী চূড়ান্ত না করতে পারলে সংশ্লিষ্ট আসনে ওই দলের সবার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

ইসি সচিবালয়ের উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা অনুযায়ী, জোটের প্রার্থী বা দলের একাধিক প্রার্থী হলে তা একক করে ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানাতে হবে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন হাজার ৬৫ জন। এর মধ্যে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply