চট্টগ্রামের পটিয়া উপজেলার পল্লীতে কুপিয়ে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। আজ সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন (৩৫) উপজেলার কলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জের ধরে ধারাল অস্ত্র দিয়ে জামাল উদ্দিনকে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। জামালের হাত, বুক ও জননাঙ্গে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা স্পষ্ট নয় বলে জানায় পুলিশ। তাদের ধারণা ব্যবসায়িক কারণে খুন হয়ে থাকতে পারেন তিনি।
Leave a reply