মণিপুরে দাঙ্গা দমনে নিয়োগ পাওয়া নতুন পুলিশরা পাচ্ছে কমান্ডো ট্রেনিং

|

ছবি: এএনআই থেকে নেয়া

ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, দাঙ্গা দমনে মণিপুরে নিয়োগ পাওয়া নতুন পুলিশদের কমান্ডো ট্রেনিং দেয়া হবে। বৃহস্পতিবার তিনি বলেন, এই সপ্তাহে আসামে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করা ২০০০ পুলিশ সদস্যের প্রায় অর্ধেককে একটি বিশেষ কমান্ডো প্রশিক্ষণে পাঠানো হবে। খবর হিন্দুস্থান টাইমসের।

বীরেন সিং বলেন, আসামের বরফুকান পুলিশ একাডেমি থেকে ৪৪ সপ্তাহের একটি কোর্সের পর স্নাতক ডিগ্রি অর্জনকারীদের মধ্যে ৮০০ থেকে এক হাজার জনকে অস্থায়ী ব্যারাকে মোতায়েন করা হবে। সেখানে তাদের বিশেষ কমান্ডো প্রশিক্ষণ দেয়া হবে।

মূখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের ওয়াইরি পাঙ্গেইতে মণিপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ এবং অস্থায়ী ব্যারাক নির্মাণ কাজের পরিদর্শন করেন। এ সময় সিং বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্যারাকগুলি তৈরি করা হচ্ছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply