সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে: ইফতেখারুজ্জামান

|

মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷ তিনি বলেন, পেশাগত মানদণ্ডের দিক থেকে আপস করা যাবে না৷

রোববার (২৯ ডিসেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারাজীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। টিআইবি সবসময়ই গণমাধ্যমের পাশে থাকবে।

তিনি বলেন, আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন। তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এখন যা হচ্ছে সামনে আরও ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে৷

টিআইবি আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply