আখাউড়ায় বিদেশি মদসহ যুবক আটক

|

আখাউড়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদেশি মদসহ রুহুল আমিন (৩৬) নামে অভিযুক্ত এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পৌরশহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশ।

আটক রুহুল আমিন কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ছোট কেজুরী বাড়ির বাসিন্দা গিয়াস উদ্দিনের পুত্র।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের বাইপাস সড়কের রেলওয়ে সিগন্যাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং অটোরিকশাসহ অভিযুক্ত ওই মাদক চোরাকারবারিকে আটক করে পুলিশ।

পরে মাদক মামলায় আজ দুপুরে আটক রুহুল আমিনকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply