‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সৎমায়ের ভূমিকায় নির্বাচন কমিশন’

|

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সৎমায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, নির্বাচন কমিশন। সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ।

তিনি বলেন, সরকার একতরফা নির্বাচনের নীল নকশা করছে। যা বাস্তবায়নে, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয় রির্টানিং কর্মকর্তাদের। তিনি দাবি করেন, তাদের যে নির্দেশনা দেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় বাতিল করা হয়েছে বিএনপির হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়ন। অথচ আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন ফরমে ত্রুটি থাকা সত্ত্বেও, সেগুলো গ্রহণ করা হয়েছে বলে জানান রিজভী আহমেদ। এখনও দেশজুড়ে বানোয়াট মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply