অবৈধভাবে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় নিহত ৩

|

একটি ছোট নৌকায় করে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টায় মারা গেছেন তিনজন। সোমবার (৩০ ডিসেম্বর) ফরাসি কোস্টগার্ডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টার দিকে ক্যালাইসের কাছে সাঙ্গাত উপকূলে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই নৌকায় উঠার চেষ্টা করছিলো। তবে বৈরি আবহাওয়া থাকার কারণে পানিতে পড়ে যায় তারা। পরে তাদের মৃত ঘোষণা করা ওই তিনজনের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। তাদেরকে সমুদ্রতীরে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধার করা এসব মানুষের বেশির ভাগই হাইপারথার্মিয়ায় ভুগছেন। এসব ব্যক্তি কোন দেশের নাগরিক সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ঈগল বলেছেন, ছোট নৌকায় অভিবাসীদের নেয়ার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। কিচ্ছু মানুষের ব্যবসার খারাপ উদ্দেশ্যর কারণে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ।

দুর্ঘটনার চারদিন আগে ১৪শ’ ৮৫ জন যাত্রী নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা করে একটি নৌকা। ২০১৮ সালের পর থেকে অবৈধভাবে চ্যানেল পাড়ি দেয়া ব্যক্তিদের হিসাব রাখা শুরু করা হয়। তার মধ্যে এ বছরটিই এই চ্যানেলে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন।

চলতি বছর, ৩৬ হাজারের বেশি মানুষ অবৈধ উপায়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। যা ২০২৩ সালের তুলনায় অনেক  বেশি। ২০২৩ সালে মোট ২৯ হাজার ৪৩৭ জন  অবৈধভাবে এই চ্যানেল পাড়ি দেন।

অবৈধভাবে চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান- এমন মানুষদের হিসাব রাখে জাতিসংঘের সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অর্গাাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। এ সংস্থার তথ্য অনুযায়ী এ বছর চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৭ জন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply