শিক্ষকদেরও মানসিক কাউন্সেলিং দরকার: হাইকোর্ট

|

ভিকারুন নিসা’র শিক্ষার্থীর আত্নহত্যা ঘটনায় কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও মানসিক কাউন্সেলিং দরকার বলে মন্তব্য করছেন হাইকোর্ট। সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদ আদালতের নজরে আনলে আদালত এই মন্তব্য করেন।

দুপুরে বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চে আইনজীবী জোর্তিময় বড়ুয়া ওই সংবাদ নজরে আনেন।

প্রতিটি স্কুলে সাইকোলজিস্ট দিয়ে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা কিভাবে করা যায় এজন্য জাতীয় কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। নির্দেশে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পাঁচজন সচিব পর্যায়ের সদস্য নিয়ে এই কমিটি গঠন করে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে সকালে ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে তার অভিভাবককে অপমানের ঘটনাকে ‘বাজে দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply