অরিত্রির আত্মহত্যা: ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক বরখাস্ত

|

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক জিনাত আকতারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। জিনাত আকতার প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার প্রধান।

মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেয়ার কথা বলায় রাজধানীর শান্তিনগরে নবম শ্রেণির ছাত্রী অরিত্রি গতকাল আত্মহত্যা করেন। তার ছোট বোনও একই স্কুলে পড়ে।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, অরিত্রি প্রভাতী শাখায় পড়ত। দায়িত্বরত শিক্ষক তার নকল ধরে শাখা প্রধানের কাছে যান। পরে শাখা প্রধান তাকে বহিষ্কার করে পরীক্ষা স্থগিত করেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে শাখা প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলে শিক্ষকের কথায় অপমানিত হয়ে ছাত্রীর আত্মহত্যা অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply