২০২৪ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আকাশচুম্বী ভবনের উদ্বোধন করা হয়। সেই সাথে, নটরডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন এবং অসংখ্য মেগা-প্রকল্পের ঘোষণা দিতে দেখা গিয়েছে।
গত বছরের মার্চে, স্থাপত্য প্রকল্পের সবচেয়ে প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ড প্রিটজকার প্রাইজ পেয়েছিলেন জাপানের হাউসিং পায়নিয়র রিকেন ইয়ামামোটো। তবে পরবর্তীতে অস্ট্রেলিয়ার ছোট একটি স্কুলকে বিশ্ব স্থাপত্য উৎসবে সেরা নতুন ভবন হিসেবে মনোনীত করা হয়েছিলো।
সুতরাং, ২০২৫ সালেও বৃহৎ ও ছোট অবকাঠামো প্রকল্প নকশা এবং ইঞ্জিনিয়ারিংয়ে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটেগরিতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের পুরস্কৃত করা হবে। কাঠের ভবন থেকে শুরু করে এশিয়ার বৃহত্তম নতুন বিমানবন্দরগুলোর মধ্যে একটি পর্যন্ত; এমন ১১টি প্রকল্প চলমান রয়েছে, যেগুলো আগামী ১২ মাসে সম্পন্ন ও জনগণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে।
/এআই
Leave a reply