ফটো স্টোরি: ২০২৫ সালে বিশ্বকে নতুন রূপ দেয়ার জন্য ১১টি স্থাপত্য প্রকল্প প্রস্তুত

|

২০২৪ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আকাশচুম্বী ভবনের উদ্বোধন করা হয়। সেই সাথে, নটরডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন এবং অসংখ্য মেগা-প্রকল্পের ঘোষণা দিতে দেখা গিয়েছে।

গত বছরের মার্চে, স্থাপত্য প্রকল্পের সবচেয়ে প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ড প্রিটজকার প্রাইজ পেয়েছিলেন জাপানের হাউসিং পায়নিয়র রিকেন ইয়ামামোটো। তবে পরবর্তীতে অস্ট্রেলিয়ার ছোট একটি স্কুলকে বিশ্ব স্থাপত্য উৎসবে সেরা নতুন ভবন হিসেবে মনোনীত করা হয়েছিলো।

সুতরাং, ২০২৫ সালেও বৃহৎ ও ছোট অবকাঠামো প্রকল্প নকশা এবং ইঞ্জিনিয়ারিংয়ে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটেগরিতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের পুরস্কৃত করা হবে। কাঠের ভবন থেকে শুরু করে এশিয়ার বৃহত্তম নতুন বিমানবন্দরগুলোর মধ্যে একটি পর্যন্ত; এমন ১১টি প্রকল্প চলমান রয়েছে, যেগুলো আগামী ১২ মাসে সম্পন্ন ও জনগণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে।

ব্ল্যাকওয়াটল বে-তে সিডনির নতুন মাছের বাজার। ছবি: সিএনএন নিউজ।
আগামী এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত; জাপানের শহর ওসাকা এক্সপো ২০২৫-এ আনুমানিক ২৮ মিলিয়ন দর্শনার্থীকে স্বাগত জানানোর পরিকল্পনা করা হয়েছে। এই এক্সপো-তে প্রায় ৪০টি দেশ নিজস্ব প্যাভিলিয়ন তৈরি করবে। তবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো স্থানটি নিজেই। গ্র্যান্ড রিং নামে পরিচিতি একটি অবিচ্ছিন্ন বৃত্তাকার কাঠের কাঠামো, যার পরিধি ১.২ মাইলেরও বেশি। দর্শনার্থীদের ঘোরার জন্য দারুণ এক জায়গা। ছবি: সিএনএন নিউজ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ‘লাইফ অ্যান্ড মাইন্ড বিল্ডিং’ সবচেয়ে বড় বিল্ডিং প্রকল্প। এটির কাজ ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। ছবি: সিএনএন নিউজ।
শান্ত কানাডিয়ান স্কুল থেকে পপোকাটেপেটল আগ্নেয়গিরি দৃশ্যমান। মেক্সিকো, ছবি: সিএনএন নিউজ।
কম্বোডিয়ার নমপেনে অবস্থিত টেকো আন্তর্জাতিক বিমানবন্দর। অসাধারণ স্থাপত্য প্রকল্পটি জনগণের জন্য প্রস্তুত হবে চলতি বছরেই। ছবি: সিএনএন নিউজ।
নিউ ইংল্যান্ডের ব্যস্ততম স্থল পরিবহন কেন্দ্র বোস্টনের সাউথ স্টেশনের একটি বড় সম্প্রসারণ এই বছর শেষ হচ্ছে। সমাপ্তির পর, পুনর্নির্মাণ প্রকল্পটি টার্মিনালের বাস এবং রেলের ধারণক্ষমতা যথাক্রমে ৫০% এবং ৭০% বৃদ্ধি করবে। ছবি: সিএনএন নিউজ।
“স্থাপত্যের নোবেল” নামে পরিচিত প্রিটজকার পুরষ্কারের প্রথম আফ্রিকান বিজয়ী, ফ্রান্সিস কেরে’র ডিজাইনে নির্মাণ করা হচ্ছে তুন গোয়েথে-ইনস্টিটিউট। সেনেগালের রাজধানী ডাকারে এটি তৈরি করা হচ্ছে।
সৌদি আরবে চলতি বছর শীঘ্রই চালু হতে যাচ্ছে কাসর আল হোকম মেট্রো স্টেশন। সিএনএন নিউজ।
লুক্সেমবার্গ বিমানবন্দর সংলগ্ন একটি স্থানে স্কাইপার্ক বিজনেস সেন্টার তৈরি করা হচ্ছে। ছবি: সিএনএন নিউজ।
এই বছরের শেষের দিকে উদ্বোধনের অপেক্ষায় থাকবে তাইওয়ানের দানজিয়াং সেতুটি। ছবি: সিএনএন নিউজ।
পূর্ব চীনের হাংঝো শহরে স্থপতি ওলে শিরেনের আরবান গ্লেনের কাজ শেষ হবে এই বছর। ছবি: সিএনএন নিউজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply