চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলস্টেশনে স্টপেজের দাবিতে রেলগাড়িটি আটকে অবরোধ ও মানববন্ধন করেছে আলমডাঙ্গাবাসী। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আন্দোলনকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে দুইপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। অবস্থানকারীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অবিলম্বে আলমডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলার দুটি থানা মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার ইবি থানার সাধারণ মানুষের সুবিধায় স্টপেজ দেয়ার দাবি তোলেন।
আন্দোলন চলাকালীন রেলগাড়িটি বিকাল ৪টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা আটকে থাকে। পরে রেল কর্মকর্তাদের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেন তারা।
আন্দোলনকারীরা জানান, দেশের ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি সাধারণ মানুষের ঢাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম। বৃহৎ উপজেলাবাসীর যাতায়াতের সু্বিধার জন্য ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি দীর্ঘদিন থেকেই তুলে আসছেন আলমডাঙ্গাবাসী।
/এনকে
Leave a reply