যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আঘাত হানতে পারে তুষারঝড়

|

যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ তুষারঝড়, বৃষ্টি ও ভারী তুষারপাতের ঝুঁকিতে আছে। আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) এসব অঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়,  জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই ঝড় আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।

ইতোমধ্যে, কেনটাকি ও ভার্জিনিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, মিসিসিপি ও ফ্লোরিডাসহ কিছু অংশকে ভয়াবহ ঠাণ্ডা পরিস্থিতির আশঙ্কা করে সতর্ক করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ বলছে, ‘বিগত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে। এছাড়াও এক সপ্তাহ ধরে স্থায়ী হতে পারে ঝড় ও তীব্র ঠাণ্ডা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply