সিডনি টেস্টে ফিরে এলো ছয় বছর আগের ‘স্যান্ডপেপার গেট’ বিতর্ক। অঙ্গভঙ্গি করে সেই দুঃসহ স্মৃতিকে যেন আবারও উস্কে দিলেন ভিরাট কোহলি। বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে অজি সমর্থকদের কটাক্ষের জবাব দিয়েছেন ভিরাট— এমনটাই মনে করছেন কেউ কেউ।
রোববার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়া-ভারতের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘটে এই ঘটনা। সেই ইনিংসের ১১তম ওভারে স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। পন্তের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎই হাত ঢুকান নিজের পকেটে।
খালি পকেট বের করে দেখান অজি সমর্থকদের উদ্দেশ্যে। শুধু তাই নয় নিজের প্যান্ট কিছুটা সামনের দিকে টেনে মাথা নেড়ে বুঝান সেখানেও কিছু নেই। বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে অজি সমর্থকরা কটাক্ষ করছিলেন ভারতীয় দলকে। ধারণা করা হচ্ছে তারই জবাব ছিল কোহলির এই অঙ্গভঙ্গি।
কোহলির এমন কাণ্ড অবশ্য নতুন নয়। অতীতে সমর্থকদের সঙ্গে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও কানে হাত দিয়ে কিছু না শুনতে পাওয়ার ভঙ্গি, কখনও আঙুল তুলে অশালীন ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে অবশ্য এসব থেকে দূরে ছিলেন তিনি, তবে সিডনিতে সেই পুরনো দৃশ্য ফিরে এলো আরও একবার।
"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
স্যান্ডপেপার ঘটনাটি ঘটে ২০১৮ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা করে অজি ক্রিকেটাররা। ক্যামেরায় ধরাও পড়ে সেই দৃশ্য। এরপরই উত্তাল হয়ে পড়ে ক্রিকেট বিশ্ব।
উল্লেখ্য, এই ঘটনার জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রাফট, স্মিথ ও ওয়ার্নার। ব্যানক্রাফট প্যান্টের পকেটে ও ভেতরে লুকিয়ে রেখেছিলেন শিরিষ কাগজ। কোহলির এই অঙ্গভঙ্গিতে সিডনিতে আবারও ফিরে এলো সেই দুঃসহ স্মৃতি।
/এমএইচআর
Leave a reply