চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে অব্যাহতি পাওয়া ৪০তম সাব-ইন্সপেক্টর- ২০২৩ ব্যাচ। রোববার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
তারা জানান, অন্যায়ভাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এরই জেরে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সব দফতরে স্মারকলিপি দিয়েও কোনো সাড়া না পেয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। তদন্ত সাপেক্ষে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা।
এর আগে, শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে ৩২১ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে অব্যাহতি দেয়া হয়।
/এনকে
Leave a reply