বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় কার্টুনিস্টের পদত্যাগ

|

জেফ বেজোসের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের পুলিৎজার পুরস্কারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস পদত্যাগ করেছেন। ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। মূলত, তাকে সহ অন্য মিডিয়া ও প্রযুক্তি ব্যক্তিত্বদের নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন টেলনেস। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে শেয়ার করা এক অনলাইন পোস্টে অ্যান টেলনেস তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেন, ‘আমি যত কার্টুন জমা দিয়েছে, সেগুলোর বিপরীতে আমি সম্পাদকীয় প্রতিক্রিয়া পেয়েছি। সেই সাথে গঠনমূলক আলোচনা করেছি। ভিন্নমতও হয়েছে কখনো কখনো। তবে কোন একজনকে কেন্দ্র করে আমার কার্টুন কখনো খারিজ হয়নি। কিন্তু এই প্রথম সেটি হলো।’

ওয়াশিংটন পোস্টের মতামত সম্পাদক ডেভিড শিপলি টেলনেসের কার্টুন প্রকাশ না করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, তিনি টেলনেস কার্টুনের বিষয়বস্তু নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে একমত নন। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply