গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ মাহেন্দ্রের (কাঁকড়া) ধাক্কায় রাজ হোসেন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজ হোসেন পেশায় একজন চুল ব্যবসায়ী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল হাকিম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নে বাসা ভাড়া নিয়ে চুলের ব্যবসা করতেন রাজ হোসেন।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে রংপুরে যাচ্ছিলেন রাজ হোসেন। তিনি শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি মহেন্দ্র স্থানীয় ভাবে (কাঁকড়া) নামে পরিচিত মোটরসাইকেলটিকে থাক্কা দেয়। এতে রাজ হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরেই মাহেন্দ্র নিয়ে পালিয়ে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
/এসআইএন
Leave a reply