রাজধানীর বাড্ডা থেকে অপহৃত ভুক্তভোগী মো. সোহেলকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। গ্রেফতার অপহরণকারীর নাম সাইফুর রহমান ওরফে সুমন (৪০)।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভুক্তভোগী সোহেল ও গ্রেফতার সাইফুর রহমান ওরফে সুমন বসবাস করেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে ওঠে। মাঝে মাঝে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হতো।
গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টায় ভুক্তভোগী সোহেল মোটরসাইকেলে করে ব্যক্তিগত প্রয়োজনে নিজ বাসা থেকে বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে সাইফুর রহমানসহ অজ্ঞাতপরিচয় ৩/৪ জন দুষ্কৃতকারী তার পথরোধ করে ভয়-ভীতি দেখিয়ে সঙ্গে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরে রাত সোয়া ৯টার দিকে সাইফুর রহমান ভুক্তভোগীর বন্ধু জহিরুল ইসলামকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে না দিলে সোহেলকে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই খোরশেদ আলম রানার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলা দায়েরের পর বাড্ডা থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামি গ্রেফতারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্তের পর শনিবার রাতে মধ্য বাড্ডার বাজার গলি এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে সাইফুর রহমান ওরফে সুমনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত সোহেলকে উদ্ধার করা হয়।
এসময় গ্রেফতার সাইফুর রহমানের হেফাজত থেকে ভুক্তভোগীর ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে, যে মোবাইল ফোন থেকে সাইফুর মুক্তিপণের টাকা দাবি করেছিল, সেই মোবাইলফোনটিও তার হেফাজত থেকে জব্দ করা হয়।
বাড্ডা থানার মামলায় গ্রেফতার সাইফুরকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
/এএম
Leave a reply