যুদ্ধ বিরতির আলোচনায় ৩৪ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। তবে এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ভেঙ্গে দিতে হাসপাতালকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পর হামাস ও ইসরায়েলের মধ্যে এবারের যুদ্ধ বিরতির আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে।
স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে গোষ্ঠীটির এক মুখপাত্র জানান, এরইমধ্যে ৩৪ বন্দির একটি লিস্ট ইসরায়েলকে দেয়া হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে তাদের ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। এতে প্রধান্য পাবে বয়োবৃদ্ধ ও নারীরা।
যদিও বন্দিদের মধ্যে কতজন জীবিত রয়েছে তা শনাক্ত করতে ১ সপ্তাহ সময় চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামি সংগঠনটি। হামাসের এমন দাবিকে উড়িয়ে দিয়ে ইসরায়েল বলেন তাদের কাছে কোনো তালিকাই পৌছায়নি। এদিকে আলোচনার এ পডরিস্থিতিতেই সামনে গাজাবাসীর জন্য কি অপেক্ষা করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এমনকি, বাইডেন সরকারের কাছে ক্ষমতাও রয়েছে আর মাত্র ১৫ দিন। এরমধ্যেই যুদ্ধ বিরতি কার্যকর হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে অনেকের মনে।
/এআই
Leave a reply