পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি ঢাবি উপাচার্যের আহ্বান

|

ফাইল ছবি।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ফাইনালে তারা ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে।

গত বছরের ৬ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নিয়েছিলো মোট ৮২টি বিভাগ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply