ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান মির্জা আব্বাস।
লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই ঘণ্টার বৈঠকে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্র আরও জানা যায়, অঙ্গ-সহযোগী সংগঠন ও দলের জেলা-উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রাজপথে সক্রিয় থাকার পরামর্শ উঠে আসে।
এছাড়াও বিগত স্বৈরাচার সরকারের আমলে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে আইনি লড়াই জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
/এসআইএন
Leave a reply