দেশসেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার পাশে দাঁড়িয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাহসিনের পেশাগত এবং গ্র্যান্ডমাস্টার হবার ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
বার্জার পেইন্টস জানিয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে দাবা ম্যাচ চলাকালীন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু হয়। বাবার অকাল প্রয়াণ তাহসিনকে বিশেষভাবে প্রভাবিত করে। ফলে দাবায় এগিয়ে চলার পথে কিছুক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাই তার সম্ভাবনা ও অর্জনের প্রতি আস্থা রেখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাহসিনের পাশে দাঁড়িয়েছে।
জানা যায়, ২০০৫ সালে বাংলাদেশের দাবা জগতের উদীয়মান তারকা তাহসিন তাজওয়ার জিয়া জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই) কর্তৃক ফিদে মাস্টার (এফএম) খেতাবধারী বাংলাদেশি দাবাড়ু। ছোটবেলা থেকেই তার বাবা বাংলাদেশের দাবার বিশিষ্ট ব্যক্তিত্ব গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অনুপ্রেরণায় তাহসিন দাবার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
উল্লেখ্য, ২০২২ সালে তাহসিন ও তার বাবা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাবা-ছেলের জুটি হিসেবে চেস অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মঞ্চে তাদের একসাথে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের দাবা ইতিহাসে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে।
/এসআইএন
Leave a reply