প্রকল্প বাস্তবায়নে ধীরগতি: মেয়াদ না বাড়ানোর অবস্থান থেকে সরে আসছে সরকার

|

কথা ছিল বাস্তবায়ন ধীর, এমন প্রকল্পের মেয়াদ বাড়াবে না অন্তর্বর্তী সরকার। সে অবস্থান থেকে বেরিয়ে একটি প্রকল্প সংশোধনের সুপারিশ করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) বৈঠকে আলোচনা হবে গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেইফটি সিস্টেম প্রকল্প নিয়ে। ২০১৪ সাল থেকে এটির বাস্তবায়ন শুরু করে নৌ পরিবহন মন্ত্রণালয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয় ১০ প্রকল্প নিয়ে।

পরিকল্পনা কমিশন জানায়, ঢাকা, কক্সবাজার, হাতিয়া, ভোলা, কুয়াকাটা ও বাগেরহাটে লাইট হাউস নির্মাণ, কোস্টাল রেডিও স্টেশন স্থাপনসহ আরও কিছু উদ্দেশ্যে মেরিটাইম প্রকল্পটি নেয়া হয়। ইতোমদ্যে ৩ দফা ব্যয় বেড়েছে। এবার ৪র্থ দফায় ব্যয় ধরা হয়েছে ৯৩৩ কোটি টাকা। বাস্তবায়ন শেষ হবে চলতি বছরের জুনে।

এর বাইরে চট্টগ্রাম কর ভবন, মোংলা বন্দরে পশুর চ্যানেলে ড্রেজিং, মোংলা বন্দরের সহায়ক জলযান সংগ্রহ ও নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply