মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ছয়জন আটক 

|

বাগেরহাট করেসপনডেন্ট:

বাগেরহাটের মংলায় কোস্টগার্ডের অভিযানে ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১১ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয়। এছাড়া ৬ জনকে আটক করা হয়েছে।  

তিনি জানান, জব্দ করা হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক অভিযুক্তদের মোংলা থানা পুলিশের উপস্থিতিতে ঢাংমারী ফরেস্ট অফিসের ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এনকে 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply