মাকে পেয়ে আবেগাপ্লুত তারেক রহমান, ক্যামেরার লেন্সে বউ-শাশুড়ির মুহূর্ত

|

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে সেখানে আগেই উপস্থিত হন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীও উপস্থিত হন খালেদা জিয়াকে স্বাগত জানাতে।

ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বেরিয়ে এলে বিমানবন্দর প্রাঙ্গণে খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাত হয়। এ সময় তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। পূত্রবধু জুবাইদা রহমানের সঙ্গেও খালেদা জিয়ার বিশেষ মুহূর্ত ধরা পড়ে।

পরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দর থেকে নিয়ে যান যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপি। পাশে ছিলেন তারেক রহমান ও জুবাইদা রহমান।
বিমানবন্দরে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জুবাইদা রহমান।
বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান।
বিমানবন্দর এলাকায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।
গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তারেক রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply