জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্যসচিব করা হয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটি প্রকাশ করা হলো এবং সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। কমিটিতে ২০০৯-১০ (৩৯তম ব্যাচ) থেকে ২০২৩-২৪ (৫৩তম ব্যাচ) পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক জহির উদ্দিন বলেন, এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন একটি কমিটি। খুব শিগগিরই সব ক’টি হল কমিটি, অনুষদ ও বিভাগ ভিত্তিক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাবি ছাত্রদলের সর্বশেষ (সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট) কমিটি গঠিত হয়। এরপর এই বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আর কোনো কমিটি হয়নি।
/এএম
Leave a reply