বগুড়া-৭ এ প্রার্থী পেলো বিএনপি; মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর

|

তিনদিনে নির্বাচন কমিশনে জমা পড়া ৫৪৩টি আবেদনের নিষ্পত্তি হচ্ছে আজ থেকে। ইতিমধ্যে প্রার্থীশূন্য হওয়া বগুড়া-৭ আসনে বিএনপির মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর হয়েছে । এর মধ্য দিয়ে বগুড়া সাত আসনে প্রার্থী পেলো বিএনপি।

গতকাল কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আবেদনের শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যরা অংশ নেবেন।

এছাড়া ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনেরও মনোনয়ন আপিলে মঞ্জুর হয়েছে। আপিল নিষ্পত্তি করে সাথে সাথে রায়ের কপি আবেদনকারীদের সরবরাহ করা হচ্ছে। শনিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। আজ আপিল ক্রমিক ১ থেকে ১৬০, আগামীকাল ১৬১ থেকে ৩১০ এবং ৮ ডিসেম্বর ৩১১ থেকে ৫৪৩ ক্রমিকের শুনানি ও নিষ্পত্তি হবে।

কেবল মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীর আপিল নয়; বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনও করা হয়েছে। সচিব জানান, দলগুলো যাদের প্রার্থী হিসেবে নিশ্চিত করে কমিশনে চিঠি দেবে তাদেরই দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করবে ইসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply