লালমনিরহাট করেসপনডেন্ট:
লালমনিরহাটে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জানুয়ারি) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের ওপারে ভারতের শূন্যরেখা বরাবর ক্ষিতিরপাড়া গ্রামের নির্মাণ শ্রমিকসহ অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ নির্মাণ কাজ করেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে ওই সীমান্তের প্রধান পিলার (ডিএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর সীমান্তে কাটা তারের বেড়া স্থাপনের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা হতে দেড়শ গজের মধ্যে উভয় দেশ কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের ৮/৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের লাগোয়া অংশে শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে ভারতের রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় কিছু ভারতীয় নাগরিক দিয়ে অবৈধভাবে কাঁটা তারের বেড়ার সঙ্গে লোহার খুঁটি স্থাপন কাজ শুরু করেন।
সংবাদ পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় । পরে, নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। বিজিবির বাঁধা উপেক্ষা করে বিএসএফ সদস্যগণ কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যগণ কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান । নির্মাণ শ্রমিকরা সেখান থেকে চলে যায়। এই ঘটনায় দহগ্রাম সীমান্তের লোকজন আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে বডার গাড বাংলাদেশ- ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিজিবি টহল দল সার্বক্ষণিকভাবে সীমান্তে অবস্থান ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
/এসআইএন
Leave a reply