লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও ঘনকুয়াশায় স্থবির জনজীবন

|

লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও কুয়াশায় জনজীবন রীতিমতো থমকে গেছে। উত্তরের সীমান্তবর্তী এই জেলায় শ্রমজীবী ও ছিন্নমুল মানুষরা পড়েছেন চরম বিপাকে।

তিস্তা ও ধরলা নদীবেষ্টিত এ জেলায় নদীপাড়ের মানুষজন গরম কাপড়ের অভাবে ভুগছে। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহনগুলো।

ঠান্ডার কারণে হাসপাতালগুলোযতে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, জেলায় এ পর্যস্ত ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে জেলায় দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতবস্ত্র কেনার জন্য জেলার ৫ উপজেলার ইউএনওদের মাঝে বিতরণ করা হয়েছে ৩২ লাখ টাকা। তারা শীতবস্ত্র কিনে তা অসহায়-দুস্থ মানুষদের মাঝে তা বিতরন করছে।

এদিকে, আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা রয়েছে ৯৭ শতাংশ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply