যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্ত থেকে ২৭০ মাইল উত্তরে একটি ট্রাকের ট্যাংকার ভেতর থেকে ১৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। স্থানীয় সময় গত বুধবার (৮ জানুয়ারি) বিকালে টেক্সাসের উত্তরে গুয়াদালুপ কাউন্টির একটি মহাসড়কের র্যাম্পে ট্রাকটি থামানোর পর তাদেরকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউজ ৫ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গুয়াদালুপ কাউন্টি শেরিফ জানায়, ট্রাকটির ট্যাংকের ভেতর এই ১৮ জন অভিবাসীদের লুকিয়ে রাখা হয়েছিল। শেরিফের কার্যালয়ের ফেসবুক পোস্ট অনুযায়ী, এটি সান আন্তোনিওর উত্তর-পূর্বে সেগুইন শহরের কাছে থামানো হয়।
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) একজন মুখপাত্র জানিয়েছেন, পর্যবেক্ষণের সময় ডেপুটি শেরিফ জানতে পারেন ট্যাংকারের ভেতর ১৮ জন অবৈধ অভিবাসী লুকিয়ে রয়েছেন। পরে তাদের সবাইকে ট্যাংক থেকে বের করা হয়।
/এআই
Leave a reply