আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়।

আপিল শুনানি শেষে যাদের মনোনয়ন বৈধ: মোর্শেদ মিল্টন (বিএনপি, বগুড়া-৭), গোলাম মওলা রনি (বিএনপি, পটুয়াখালী-৩), তমিজউদ্দিন (বিএনপি, ঢাকা-২০), মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি, কিশোরগঞ্জ-২), মোঃ আব্দুল মজিদ (বিএনপি, ঝিনাইদহ-২), মোঃ আফসার আলী (জেএসডি, সাতক্ষীরা-২), ফরিদুল কবির তালুকদার (বিএনপি, জামালপুর-৪), মোহাম্মদ শাহজাহান (বিএনপি, পটুয়াখালী-৩), সুমন সন্যামত (পটুয়াখালী-১), জহিরুল ইসলাম মিন্টু (মাদারীপুর-১), আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি, সিলেট-৩), ফজলুর রহমান (বিএনপি, জয়পুরহাট-১), হাসাদুল ইসলাম (বিএনপি, পাবনা-৩), আবিদুর রহমান খান (বিএনপি, মানিকগঞ্জ-২), আয়নাল হক (বিএনপি, সিরাজগঞ্জ-৩), মাহবুব আলম (জাতীয় পার্টি, গাজীপুর-২), জয়নাল আবেদিন (জাতীয় পার্টি, গাজীপুর-২), জেসমিন নূর বেবী (জাতীয় পার্টি, ব্রাহ্মণবাড়িয়া-৬), মোস্তফা সেলিম (রংপুর-৪), এস এম শফিকুল আলম (বিএনপি, খুলনা-৬), জুবায়ের আহমেদ (হবিগঞ্জ-১), জয়নাল আবেদিন (বিএনপি, ময়মনসিংহ-৭), আব্দুল্লাহ আল হেলাল (জাতীয় পার্টি, ব্রাহ্মণবাড়িয়া-৩), আবুবকর ছিদ্দিক (ময়মনসিংহ-২), এ কে এম মুখলেছুর রহমান (শেরপুর-২), মৌলানা মুহাম্মদ ছুলাইমান খান রাব্বানী (হবিগঞ্জ-৪), আলাউদ্দীন মৃধা (নাটোর-৪), ইউনুছ আলী (কুড়িগ্রাম-৪), আনিচুজ্জামান (বরিশাল-২), সেলিম ভূঁইয়া (ঢাকা-৫), কে. এম মুজিবুল হক (কুমিল্লা-৩), তোজ্জআম্মেল হক (মানিকগঞ্জ-১), ফয়জুল মুনীর চৌধুরী (সিলেট-৫), আহাম্মদ তায়েবুর রহমান (ময়মনসিংহ-৩), আব্দুল মান্নান (ঝিনাইদহ-৪), সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন (ব্রাহ্মণবাড়িয়া-৩), মামুনুর রশিদ (ব্রাহ্মণবাড়িয়া-৫), আবু আসিফ (ব্রাহ্মণবাড়িয়া-২), জাকির হোসেন (ঢাকা-১৪), ফরহাদ হোসেন (বিএনপি,পঞ্চগড়-২)

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। তিন দিনে ৫৪৩ জন আপিল করেছেন। প্রথম দিনে ৮৪, দ্বিতীয় দিনে ২৩৭ ও তৃতীয় দিনে ২২২টি আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়ে।

আজ ১ থেকে ১৬০ পর্যন্ত ক্রমিক নম্বরের আবেদন শুনানি হবে। শুক্রবার ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং শনিবার ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply