সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মেহেরাব খান ও মিরাজ হোসেন নামে দুই ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। শনিবার(১১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বেউথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মেহেরাব জেলা সদর হাসপতালে ভর্তি আছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মিরাজ।
জানা গেছে, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের জন্য লিফলেট বিতরণ কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি রেস্টুরেন্টে কর্মীসভা করছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র। এ সময় তার উপস্থিতিতে ছাত্র প্রতিনিধিদের দুই গ্রুপের মধ্যে কথাকাটা ও মারামারির ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের মধ্যে একটু মতবিরোধের ঘটনা ঘটেছিল। সদর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত স্বভাবিক করেছেন। তবে এক সমন্বয়ক আহত হয়েছেন বলে জেনেছি। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/এনকে
Leave a reply