আইসিসি টুর্নামেন্ট বা বৈশ্বিক আসরগুলোতে স্কোয়াড ঘোষণায় বরাবরই অভিনব পন্থা গ্রহণ করে নিউজিল্যান্ড। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডও তার ব্যতিক্রম নয়। প্রথমবারের মতো মিচেল স্যান্টনারের নেতৃত্বে বড় মঞ্চে নামবে কিউইরা। দলে রাখা হয়েছে বেশ কয়েকটি নতুন মুখ ও চমক।
কিউইদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া তরুণ পেসার বেন সিয়ার্সকে। এছাড়া অভিজ্ঞতা সীমিত থাকা পেসার উইল ও’রুর্ক ও অলরাউন্ডার নাথান স্মিথও রয়েছেন দলে।
দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক স্যান্টনারের সঙ্গে স্পিন বিভাগকে শক্তিশালী করতে আছেন মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান ও উইল ইয়াং। ব্যাটিং লাইনআপের মূল ভরসা ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। অন্যদিকে, পেস বিভাগের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।
দল নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, এখন আমাদের কাছে দারুণ কিছু ক্রিকেটার আছে, যা দল নির্বাচনের আলোচনা চ্যালেঞ্জিং করেছে। তবে আমরা শেষ পর্যন্ত ওই স্কোয়াডই বিবেচনা করেছি, যাদের পাকিস্তান ও আরব-আমিরাতে ভালো করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেখানেও একই দল রাখা হয়েছে।
Ready for Pakistan and UAE 🏏 #ChampionsTrophy pic.twitter.com/Q4tbhqm0xi
— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2025
উল্লেখ্য, আসর শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এর পর্দা নামবে ৯ মার্চ। ‘এ’ গ্রুপে কিউইদের সঙ্গী পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।
/এমএইচআর
Leave a reply