এলিফ্যান্ট রোডে ২ ব্যবসায়ীর ওপর হামলায় গ্রেফতার ১

|

রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনে এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে মাথায় হেলমেট ও মুখোশ পরে চাপাতি হাতে একদল যুবক এলোপাতাড়ি দু’জনকে কোপায়।

অতর্কিত হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক।

নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন জানান, দুই ব্যবসায়ীর ওপর মার্কেটের সামনে অতর্কিতভাবে হামলার ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আর ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারে কাজ চলছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply