রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও ৭ জনকে হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনকে হাজির করা হয়। ১ জানুয়ারি সুজনকে গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
মামলার ঘটনায় বলা হয়েছে, কনস্টেবল সুজন ঠান্ডা মাথায় ৫ আগস্ট সকালে চানখারপুলে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এসময় তাকে উৎফুল্ল দেখা গেছে। ট্রাইব্যুনালে অভিযোগেও এসব বিষয় প্রসিকিউশন টিম তুলে ধরেন। ওই দিনের ঘটনার ফুটেজ দেখে আরো কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদেরও গ্রেফতার করার কথা জানিয়েছেন প্রসিকিউটররা।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে এবং কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়।
/এটিএম
Leave a reply