সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে অনশনে জবি শিক্ষার্থীরা

|

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির ১২ শিক্ষার্থী। দাবি মেনে না নেয়া পর্যন্ত অনশন কর্মসূচিতে অটল থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যানার টানিয়ে, মাটিতে চাদর বিছিয়ে অনশনে বসে থাকতে দেখা যায় ১২ শিক্ষার্থীকে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

অনশনে বসা শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, প্রশাসনকে অনেক সময় দিয়েছি, আর নয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী সকাল বিকাল রাতে না খেয়ে অনশন করে। অথচ প্রশাসনের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। গত সরকারের আমলেও আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে নানা দুর্নীতি হয়েছে। তবে এখন আমরা আর মেনে নিবো না। সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের চুক্তি না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে উঠবো না। এসময় তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যত দ্রুত সম্ভব আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে যেন সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ পাঁচ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদেরকে শান্ত করতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সচিবালয়ের সামনের সড়কে এসে তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন।

/এমএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply