ডেমরায় বিদেশি পাখির খামারে চুরি

|

রাজধানীর ডেমরার ডগাইর এলাকার একটি ফ্ল্যাট বাসায় বিদেশি পাখির খামারে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।

এ সময় খামারের দরজার তালা ভেঙে ম্যাকাউ পাখি, কাকাতুয়া পাখিসহ বিভিন্ন জাতের পাখি চুরি হয়। চুরি যাওয়া পাখিগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। চুরির ঘটনায় ডেমরা থানায় অভিযোগ দায়ের করেছে খামার মালিক রাহাত খান।

তিনি জানান, বাসা খালি থাকায় পাখির খামারের অধিকাংশ দামি পাখিগুলো চুরি করে নিয়ে যায়। চোর চক্র খামারে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে চুরির কাজ শেষ করে।

ডেমরা থানা পুলিশ চোর শনাক্তে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাখির খামার করেন বা বিদেশি পাখি ক্রয় বিক্রয় করেন এমন চক্রই এই চুরির সাথে জড়িত।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply