অপরাধী যে দলেরই হোক ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

|

শ্রীনগর (মুন্সীগঞ্জ) করেসপনডেন্ট:

অপরাধী যে দলেরই হোক না কেনো কাউকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (১২ জানুয়ারি) বেলা তিনটার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি কোনো আইন-শৃঙ্খলা  ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করবো, অপরাধী যদি আমার ভাই হয় তাকেও  ছাড় দিবেন না।

ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply