দেশের আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতেই ভ্যাট বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগ ও শেখ পরিবারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে মেরামতে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশে ট্যাক্স জিডিপির যে অনুপাত হার, এটা ২০২১ সাল থেকে রাজস্ব আয়ে ঘাটতি চলছে। আর এই ঘাটতি সামলাতেই এমন সিদ্ধান্ত সরকারের। ভ্যাট থেকে পাওয়া টাকা মানুষের জীবন মান উন্নয়নেই ব্যয় করা হবে। আইএমএফের পরামর্শে নয় টাকার মান বাড়াতেই ট্যাক্স জিডিপি বাড়ানোর বিকল্প নেই।
বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে ব্যাপক দুর্নীতি ও অপচয় হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের টাকায় অযথাই নির্মাণ করা হয়েছে কর্ণফুলী টানেল ও ৭ তারকা হোটেল। পাচার করা টাকা ফেরত আনতে সরকার কাজ করছে।
এছাড়াও অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ দেশের মানুষকে বুঝিয়ে বলার আহ্বানও জানান তিনি।
/এসআইএন
Leave a reply