বাণিজ্য মেলায় শীত পোশাকের জমজমাট ব্যবসা হচ্ছে। ব্লেজার, কোটি, শাল, সোয়েটারের স্টলগুলোতেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রয়কর্মীরা তুলে ধরছেন নানা ধরনের অফার। সাশ্রয়ী মূল্যের কারণে অনেকেই গরম কাপড় সংগ্রহ করছেন। শীতের প্রকোপ বাড়লে ব্যবসা আরও জমে উঠবে-এমন ধারণা বিক্রয়কর্মীদের।
দর্শনার্থী সমাগম বেশ জমজমাট। যারা মেলায় আসছেন তাদের অনেকেই ঘুরেফিরে ভিড় করছেন শীতের পোশাকের স্টল গুলোতে।
ক্রেতা-দর্শনার্থীদের কথা বিচেনায় রেখে মেলায় বাহারি স্যুট, কোটি ও ব্লেজার এনেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ১৮০০ থেকে শুরু করে ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও সাইজের এসব পোশাক। শাল ও চাদরের দোকান গুলোতে ও ভিড় করছেন ক্রেতারা। এসব দোকানে ৩ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত শাল ও চাদর পাওয়া যাচ্ছে।
ক্রেতা আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে, স্টলগুলো।
/এটিএম
Leave a reply