ফখর-ইমামকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড পাকিস্তানের

|

মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তানের ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন ফখর জামান ও ইমাম-উল-হক।

বোর্ডের সমালোচনা করায় দল থেকে ছিটকে গিয়েছিলেন ফখর। দলে ফেরা নিয়েও ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশা কাটিয়ে আবারও ফিয়েছেন তিনি। ফখর জামানের মতো বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন ইমাম-উল-হক। তিনি অবশ্য বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকে পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়।

রিজওয়ানের দলে আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও সুযোগ দেয়া হয়েছে দলে।

পেস বোলিংয়ে শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো পরিণত বোলারের সঙ্গে আছেন মোহাম্মদ হাসনাইন ও আব্বাস আফ্রিদির মতো পরীক্ষিত মুখ।

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, এখনই ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে পাঠায়নি পিসিবি। ১৮ জনের সংক্ষিপ্ত এই দলটাই তারা জমা দিয়েছে আইসিসির কাছে। চূড়ান্ত দল ঘোষণার সময়ে ১৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড।

পাকিস্তানের প্রাথমিক দল 

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম-উল-হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply