চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে গেলো আইপিএলের সূচি 

|

আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক সপ্তাহ পিছিয়েছে আইপিএল। ১৪ মার্চের পরিবর্তে জমজমাট ফ্যাঞ্চাইজিটি শুরু হবে ২১ মার্চ। আইপিএলের ১৮তম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, রোববার (১২ জানুয়ারি) রাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিসিআইয়ের বিশেষ মিটিং শেষে এমনটাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

আগামী ৯ মার্চ ফাইনালের মাধ্যমে শেষ হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। মূলত এই টুর্নামেন্টের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ধারণা করা হচ্ছিল, এবারের আসরে ম্যাচ সংখ্যা বাড়ানো হবে। তবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ অনুষ্ঠিত হবে ৭৪টি।

সর্বশেষ আসরের শিরোপাজয়ীদের মাঠেই উদ্বোধনী ম্যাচ হওয়ার রীতি আছে আইপিএলে। যে কারণে এবারও চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেনে। গত আসরের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধি স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply