দলের পারফরম্যান্সে হতাশ রিয়াল কোচ বললেন— এমন হার কোনভাবেই কাম্য নয়

|

আরও একটি এল ক্লাসিকো। রিয়ালের নামের পাশে আরও একটি হার। নেয়া হলো না লা লিগায় ৪-০ গোলের ব্যবধানে হারের প্রতিশোধ। এবার আগের তুলনায় আরও একটি বেশি গোল হজম করেছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে এগিয়ে গিয়েও পাশার দান পালটে দিয়ে শেষ পর্যন্ত বার্সা ঝড়ে উড়েই গেছে মাদ্রিদ। যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার রুপকার যে দলটি সেই রিয়ালই এবার ব্যর্থ হয়েছে প্রত্যাবর্তনের গল্প লিখতে। উলটো মুখ থুবড়ে পড়েছে মরুর বুকে।

স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে দশ জনের কাতালানদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বছরের শুরুতেই প্রথম শিরোপা ঘরে তুলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন রিয়াল বস আলচেলত্তি। এমন হার কোনভাবেই কাম্য নয় তার কাছে।

আনচেলত্তি বলেন, বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনও জিতবো আবার কখনও হার থেকে শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।

বার্সার রক্ষণের সামনে মুখ থুবড়ে পড়েছে রিয়াল। নিজেদের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পে, ভিনি ও ব্যালিংহামরা। শুধু আক্রমণভাগেই নয়, দলের রক্ষণভাগের ব্যর্থতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আনচেলত্তি। মাদ্রিদ যা খেলেছে তা ফুটবল মানতেই নারাজ রিয়াল বস।

রিয়াল মাদ্রিদ বস বলেন, আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি।

ম্যাচের প্রধমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের বার্সা। ম্যাচের রোমাঞ্চ আরও বেড়ে যায় দ্বিতীয়ার্ধে বার্সা গোলরক্ষক সেজনির লাল কার্ড দেখায়। দশ জনের বার্সার বিরুদ্ধে ম্যাচে ফেরার স্বপ্ন বুনেছিলেন আনচেলত্তি। তবে সেই আশা শেষ পর্যন্ত পরিণত হয় হতাশায়।

হতাশার সুরে কার্লো আনচেলত্তি বলেন, এমবাপ্পে ছাড়া দলের আর কেউই ভালো খেলেনি। সেজনির লাল কার্ডের পর আমরা বাড়তি একজন ফুটবলার মাঠে থাকার সুবিধা পেয়েছিলাম। তখন ভেবেছিলাম হয়তো ম্যাচে ফিরতে পারবো। তবে সেটা আর হয়নি। সবকিছু মিলিয়েই আমরা বাজে খেলেছি।

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে ১৫তম স্প্যানিশ সুপার কাপ উঁচিয়ে ধরেছে বার্সেলোনা। গত বছরের শেষের হতাশা কাটিয়ে বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবল ফিরে আসা নিঃসন্দেহে স্বস্তির কাতালান শিবিরের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply