আইএমএফের শর্তের কারণে মানুষের কষ্ট বাড়ছে: এবি পার্টি

|

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে মানুষের কষ্ট বাড়ছে। আলাপ-আলোচনা ছাড়া ভ্যাট বাড়িয়েছে সরকার। এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এবি পার্টির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সরকারকে ভ্যাট প্রত্যাহার করে নিজেদের ঘাটতি পূরণের আহ্বানও জানান মজিবুর রহমান মঞ্জু।

এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারকে বলতে হবে কোথায় সংকট রয়েছে? সংকটগুলো নিয়ে অংশীজন ও রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটা দেখার কথাও বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply