ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের কর্মসূচি

|

গেস্ট রুম কালচার বন্ধ এবং দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। কেউ ডাকসুসহ নির্বাচন বন্ধের পাঁয়তারা করলে এবং গেস্ট রুম কালচার ফিরিয়ে আনার প্রচেষ্টা চালালে প্রতিহতের ঘোষণা দেন তারা।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বরে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। উপাচার্য ডাকসু নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, কেউ ডাকসু নির্বাচন বন্ধের পাঁয়তারা করলে তাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে। আবারও গেস্ট রুম কালচার শুরুর প্রচেষ্টা চলছে। তবে এই প্রচেষ্টা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীরা সফল হতে দেবে না। নব্য ফ্যাসিবাদ জন্ম নিলে সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply