প্রতীকী ছবি
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাওহিদ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের স্বপন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজে মা ব্যস্ত ছিল। এসময় খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় তাওহিদ।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
/এএম
Leave a reply